সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসপি) নেতাকর্মীদের সঙ্গে বুধবার পৌর শহরের গ্রীন চিলি রেস্টুরেন্টে মতবিনিময় করেছেন ৮ দলীয় জোটের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শাহজাহান আলী, এনসপির কেন্দ্রীয় কমিটির সংগঠন ও মিডিয়া সেলের কো-লিড মোশাররফ আদনান, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ সাদ, উল্লাপাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাছুম আনাম, জেলা যুবশক্তির মুখ্য সংগঠক মেহেদী হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রোহিত তালুকদারসহ শিশির ও পলাশ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় জরুরি।
অনুষ্ঠানে এনসপির কেন্দ্রীয় কমিটির সংগঠন ও মিডিয়া সেলের কো-লিড মোশাররফ আদনান বলেন, আমাদের দল ও আমাদের নেতা, এক দফার ঘোষক নাহিদ ইসলাম ভাই যে নির্দেশনা প্রদান করবেন, তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীকে তা ঐক্যবদ্ধভাবে মেনে চলতে হবে। তিনি আগামী দিনে আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এদিকে ১০ দলীয় নির্বাচনী জোটের এমপি পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁনের আমন্ত্রণে উল্লাপাড়া উপজেলার এনসপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ মতবিনিময় সভায় অংশ নেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রমে সমন্বয়ের আশাবাদ ব্যক্ত করেন।

















