সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আসরাফ আলী (স্যার) মহোদয়কে জৈব রসায়ন ও জৈবপ্রযুক্তি বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে জৈব রসায়ন ও জৈবপ্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান ডা. তারিকুল ইসলাম নবনিযুক্ত উপাচার্যের হাতে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর (IQAC) প্রফেসর ড. মোস্তফা মাহমুদ হাসান, প্রক্টরিয়াল বডির প্রধান অধ্যাপক ড. রনজিত কুমার সাহা, মাননীয় ট্রেজারার মোঃ আহসান হাবিব, মাননীয় রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমান, ডিন অব বায়োমেডিকেল সায়েন্স প্রফেসর ড. ফজলে রাব্বি শাকিলসহ জৈব রসায়ন ও জৈবপ্রযুক্তি বিভাগের সম্মানিত ফ্যাকাল্টি সদস্যবৃন্দ।
এ সময় বিভাগীয় প্রধান ডা. তারিকুল ইসলাম বলেন,
“নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আসরাফ আলী (স্যার) কে জৈব রসায়ন ও জৈবপ্রযুক্তি বিভাগের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম। তাঁর দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা, গবেষণা ও উদ্ভাবন আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী। তাঁর আগামীর কর্মমেয়াদ হোক সফল ও অনুপ্রেরণাদায়ক।”
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় নবনিযুক্ত উপাচার্যের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

















