যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ বর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকার সময় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরীফ আহমেদ এর সভাপতিত্বে, সহকারী প্রধান শিক্ষক আবু জুবায়ের আল মামুন এর সঞ্চালনায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
উক্ত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাষ্টার জামাল উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যাক আনোয়ার হোসেন, চালতাবাড়িয়া আর’ডি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও লেখন রবিউল হোসেন, শিক্ষক জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, চীন বাংলাদেশ কালচারাল এর পরিচালক আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষক বজলুর রহমান, ব্যবসায়ী মনিরুজ্জামান লাল্টুসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, ও ছাত্র-ছাত্রীরা।
ফলাফল ঘোষনা শেষে বিদ্যালয়ের বর্ষসেরা সর্বমোট ৪০ জন ছাত্র-ছাত্রী মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবছর মোট পরিক্ষার্থী ছিলেন ৭৫৩ জন, উত্তীর্ণ হন ৫৫১ জন, পরিক্ষার হার ৭৩: ২৫ শতাংশ।

















