জাতীয় পার্টি আমলের প্রতিমন্ত্রী মেজর (অব.) মনজুর কাদের বিএনপি ছাড়ার পর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছিলেন এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে প্রাথমিক মনোনয়ন পান। ২২ ডিসেম্বর তার পক্ষে মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়।
তবে ১০ দলীয় জোটের সমঝোতার কারণে এনসিপিকে সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত ইসলামীর প্রার্থীকে সমর্থন দিতে হচ্ছে। একই কারণে সিরাজগঞ্জ-৩ ও সিরাজগঞ্জ-৪ আসনের এনসিপি প্রার্থীরাও সরে দাঁড়াচ্ছেন। এনসিপি জোটের সমর্থনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এস এম সাইফ মোস্তাফিজকে প্রার্থী করেছে।
মনজুর কাদের ১৯৮৬ সালে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন এবং ১৯৮৮ থেকে ১৯৯০ পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি বিএনপিতে যোগ দিয়ে বিভিন্ন নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
২০০৮ সালের নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে মাত্র ২৫২ ভোটে হেরে যান। এবার এনসিপি ও জেলা জামায়াতসহ অন্যান্য দল মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের সঙ্গে ভোটের প্রস্তুতি নিচ্ছে।


















