দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর গুলশানের কার্যালয় থেকে তার গাড়িবহর রওনা হয় এবং বিকাল সাড়ে ৩টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছায়।
দেড় যুগেরও বেশি সময় পর নেতাকে স্বাগত জানাতে দুপুর থেকেই বিএনপি কার্যালয়ের আশপাশে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। এ সময় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।


















