জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। একই সঙ্গে তিনি আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন ডা. তাসনিম জারা। পোস্টে তিনি লেখেন, খিলগাঁওয়েই তাঁর জন্ম ও বেড়ে ওঠা, আর খিলগাঁও, সবুজবাগ ও মুগদার মানুষ তাঁর আপন পরিবার।
একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের সেবা করার স্বপ্ন থাকলেও বাস্তব পরিস্থিতির কারণে তিনি কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও লেখেন, জনগণের জন্য লড়াই ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে ওয়াদা তিনি দিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন, তা রক্ষা করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। সে কারণেই আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ডা. তাসনিম জারা বলেন, দলীয় প্রার্থী হলে স্থানীয় অফিস, সংগঠিত কর্মীবাহিনী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এসব সুবিধা তিনি পাবেন না। এই অবস্থায় তাঁর একমাত্র ভরসা সাধারণ মানুষ। তাঁদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার ওপরই তিনি নির্ভর করছেন।
পোস্টে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করে তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াতে আইন অনুযায়ী ঢাকা-৯ আসনের অন্তত ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন। আগামীকাল থেকেই এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু হবে। মাত্র এক দিনে এত সংখ্যক স্বাক্ষর সংগ্রহ করা অত্যন্ত কঠিন উল্লেখ করে তিনি জনগণের স্বতঃস্ফূর্ত সহায়তা কামনা করেন।
স্বাক্ষর সংগ্রহে বসার জায়গা দেওয়া বা স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করতে আগ্রহীদের একটি নির্দিষ্ট ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার আহ্বানও জানান ডা. তাসনিম জারা।


















