সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টহল দলের অভিযানে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে ৪ জনকে আটক করা হয়, এসময় ১শো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা সেবনের দায়ে ৩ জনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এসময় গাঁজা বিক্রির দায়ে মির্জা গোলাম আজম নামের এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দেয়া হয়।
আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই শাস্তি প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান। কারাদণ্ডপ্রাপ্তরা হলো – পৌরশহরের দ্বারিয়াপুর মহল্লার মৃত আবু শেখ এর ছেলে শাহ আলম (৪০), প্রাণনাথপুর মহল্লার মোঃ সালাম মোল্লার ছেলে আব্দুল মতিন (২৬) ও উপজেলার কাংলাকান্দি গ্রামের মোঃ ইয়াছিনের পুত্র রবিন (২৪)। এছাড়াও গাঁজা বিক্রেতা গোলাম আজম উপজেলার নুকালী গ্রামের মৃত মির্জা গোলাম কিবরিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিদর্শক দুলাল চন্দ্র প্রামাণিক বলেন, আজ সকাল আনুমানিক ১০টা থেকে দুপুর পর্যন্ত শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ৩ জনকে কারাদণ্ড প্রদান করেন ও ১ জনের নামে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন।
এই বিষয়ে সহকারী কমিশনার ভূমি মোঃ মুশফিকুর রহমান বলেন, গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে ৪ জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এটি দল। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয় এবং একজনের কাছ থেকে মাত্রাতিরিক্ত গাঁজা উদ্ধার হওয়ায় তার নামে নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়।


















