দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে ব্যক্তিগত নিরাপত্তা হিসেবে গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা হিটলিস্টে রয়েছেন বা নিরাপত্তা ঝুঁকিতে আছেন, তাদের গানম্যান দেওয়া হচ্ছে। এ বিষয়ে ডিজিএফআই, এনএসআই ও এসবি যৌথভাবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তালিকা করেছে। তালিকা অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অনেকেই গানম্যান নিতে চাননি বলেও জানান তিনি।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে প্রায় ৫০ জন ঝুঁকিতে আছেন বলে যে দাবি করা হয়েছে, সে বিষয়ে উপদেষ্টা বলেন, এ পর্যন্ত প্রায় ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলা চালানো হয়। ওই সময় দুটি সংবাদ মাধ্যমের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা দেশজুড়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করে।


















