রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
কনকনে শীতের মধ্যে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারী।
শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল, অসহায় ও দুস্থ মানুষের খোঁজ নিয়ে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
শীতের তীব্রতায় যখন নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন, তখন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা দায়িত্বের গণ্ডি ছাড়িয়ে নিজ উদ্যোগে মাঠে নামেন। রাতের আঁধারে ফুটপাত, রাস্তার পাশে ও বস্তি এলাকায় অবস্থান করা শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন ইউএনও মো. আব্দুল খালেক পাটোয়ারী।
এ সময় তিনি বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রকৃত অসহায় মানুষ যেন কোনোভাবেই সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে জন্য রাতের বেলায় এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।”
শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষরা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই জানান, গভীর রাতে প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তাকে পাশে পেয়ে তারা নতুন করে সাহস ও ভরসা পেয়েছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, ইউএনও আব্দুল খালেক পাটোয়ারীর এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়িয়েছে এবং মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।


















