বিশেষ প্রতিনিধি : ইমাম হাসান সোহান
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে ধনবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
২০ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ধনবাড়ী থানা কমপ্লেক্স এর হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চ্যানেল এস প্রতিনিধি মোহাম্মদ ইমাম হাসান সোহান,ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান সহ দুই প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ । অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনায় পুলিশ এবং সাংবাদিক এর মধ্যে সম্পর্ক উন্নয়ন ও পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় উঠে আসে । ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান বলেন, ” ধনবাড়ীর সাংবাদিকবৃন্দ সবসময় সঠিক তথ্য দিয়ে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে আসছে । ধনবাড়ী উপজেলার আভ্যন্তরীন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সব সময় সজাগ “। ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান বলেন,” ধনবাড়ী একটা শান্ত উপজেলা ।
এখানে মারাত্মক ধরনের অপরাধ সংগঠিত হয় না বললেই চলে । মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি ছিনতাই, দুর্নীতি সহ প্রাত্যহিক অপরাধ এর সঠিক তথ্য ধনবাড়ীর সাংবাদিকবৃন্দ পুলিশ প্রশাসনের কাছে পৌঁছে দিয়ে সবসময় সহযোগিতা করে আসছে “।
ধনবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ নুরুস সালাম সিদ্দিক বলেন, ” আপনাদের সাথে আলোচনা করে খুবই ভালো লাগলো । আশা করি অতীতের ন্যায় সামনের দিন গুলোতে আপনারা আমাদেরকে সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন । আপনারা সাংবাদিকরা হলেন সমাজের দর্পন , আপনাদের মাধ্যমেই আমরা অপরাধ এর তথ্য পাই এবং সেই মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি । ধনবাড়ী থানা পুলিশ এর পক্ষ থেকে আপনাদের সহযোগিতার ধারা অব্যাহত থাকবে “।


















