ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন চিঠি দেওয়ার কার্যক্রম দু-এক দিনের মধ্যে শুরু করতে যাচ্ছে বিএনপি। দলীয় সূত্র জানায়, প্রতিটি আসনে একজন প্রার্থীকে প্রতীক বরাদ্দের জন্য এই চিঠি দেওয়া হবে।
মনোনয়ন চিঠিতে স্বাক্ষর করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কার্যক্রম শুরু হতে কিছুটা বিলম্ব হতে পারে। প্রার্থীরা সংশ্লিষ্ট নির্বাচনি কর্মকর্তার কার্যালয়ে চিঠি জমা দিয়ে ‘ধানের শীষ’ প্রতীক সংগ্রহ করবেন।
উল্লেখ্য, বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৭৩টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। ইতোমধ্যে কয়েকটি আসনে ‘বিতর্কিত প্রার্থী’ পরিবর্তনের আভাসও পাওয়া গেছে।
গুলশানে রুদ্ধদ্বার বৈঠক, ভার্চুয়ালি যুক্ত তারেক রহমান টানা তৃতীয় দিনের মতো রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ফরিদপুর বিভাগের ৯০ জন প্রার্থীর সঙ্গে দিনব্যাপী রুদ্ধদ্বার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শেষভাগে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আট দফা ও ৩১ দফা নিয়ে নির্বাচনি প্রস্তুতি
সভায় নির্বাচনি প্রচারে ব্যবহারের জন্য বিএনপির আট দফা কর্মসূচি ও রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, ভোটারদের কাছে পৌঁছানোর কৌশল, মনোনয়ন ফরম পূরণ, নির্বাচনি আচরণবিধি মেনে চলা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়। প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্রের অর্থও জমা নেয় দলটি।
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ
তারেক রহমান বলেন, নির্বাচন পেছানো বা থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় প্রার্থীদের ঘরে ঘরে গিয়ে প্রচার চালানো এবং জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ধানের শীষের বিজয় নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
লন্ডন গেলেন জুবাইদা রহমান, ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান দুই সপ্তাহ শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
বিএনপি সূত্র জানায়, আগামী ২৫ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরবেন তারেক রহমান। তিনি দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে প্রত্যাবর্তন করছেন।


















