বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় শোক এবং অনিবার্য কারণের কথা উল্লেখ করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গতকাল শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক (প্রশাসন) পূর্ণলাক্ষ চাকমা স্বাক্ষরিত এক অফিসিয়াল স্মারকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতা শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় একাডেমির সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে স্থগিত হওয়া এসব অনুষ্ঠান ও প্রদর্শনী পুনরায় কবে শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো সময়সূচি জানায়নি শিল্পকলা একাডেমি।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি কেন্দ্রেও হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এর পরদিন শুক্রবার সন্ধ্যায় ঢাকার তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনার মধ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা এলো।


















