সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল (৪৫) ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) তাজ উদ্দিনের (৫৫) বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শহিদুল আলম বাংলা ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেন।
দুদক সূত্র জানায়, সাবেক এমপি আব্দুল মমিন মন্ডল এবং তার পিএস ও চৌহালী থানা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। পাশাপাশি তাদের নিজ নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও পেয়েছে কমিশন। এসব অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।
উল্লেখ্য, আব্দুল মমিন মন্ডল ২০১৮ সালে প্রথমবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করলে তিনি সংসদ সদস্য পদ হারান।


















