আজকের ডিজিটাল যুগে ইউটিউব কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি অনেকের জন্য পূর্ণাঙ্গ পেশা।
নিয়মিত কনটেন্ট তৈরি এবং দর্শকসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ইউটিউব ক্রিয়েটরদের দেয় বিভিন্ন স্বীকৃতি, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ‘গোল্ডেন প্লে বাটন’। এটি ১০ লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হলে প্রদান করা হয়।
তবে একটি ভুল ধারণা আছে যে, গোল্ডেন প্লে বাটন পেলেই ইউটিউব সরাসরি বড় অঙ্কের অর্থ দেয়। বাস্তবতা হলো, ইউটিউবের আয় সাবস্ক্রাইবার সংখ্যা নয়, বরং ভিডিওর ভিউ এবং বিজ্ঞাপন দেখার সংখ্যার ওপর নির্ভর করে। সাধারণত প্রতি ১ হাজার ভিউ থেকে ইউটিউবার প্রায় ২ ডলার আয় করেন। নিয়মিত মানসম্মত কনটেন্ট এবং দর্শকের ভালো সাড়া থাকলে বার্ষিক আয় কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। বড় চ্যানেলগুলোর ক্ষেত্রে এই আয় ৪ মিলিয়ন ডলারের কাছাকাছি হয়ে থাকে।
গোল্ডেন প্লে বাটন নিজে কোনো নগদ অর্থ দেয় না, তবে এটি চ্যানেলের বিশ্বাসযোগ্যতা ও মর্যাদা অনেক বাড়িয়ে দেয়। এই স্বীকৃতি পাওয়ার পর অনেক ব্র্যান্ড এবং কোম্পানি ইউটিউবারদের সঙ্গে স্পনসরশিপ বা পেইড প্রোমোশনের জন্য যোগাযোগ করে। ভিডিওতে পণ্য বা সেবার প্রচারের মাধ্যমে ক্রিয়েটররা অতিরিক্ত আয় করতে পারেন।


















