মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত যুব ম্যারাথন কর্মসূচির উদ্বোধন করেছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পুরোনো ব্যবস্থার রাজনীতি ছুড়ে ফেলে দিয়ে নতুন ব্যবস্থার রাজনীতির মাধ্যমে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। এই রাজনীতি হবে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে।”
ডা. শফিকুর রহমান বলেন, “তারুণ্যের নতুন বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত এই ম্যারাথন চলবেই। যত বাধা ও ভয়ভীতি আসুক, আমরা থেমে যাব না। ইনশাআল্লাহ, জাতির স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলব।”
তিনি আরও বলেন, আগামীর নির্বাচনে কোনো ধরনের কারিগরি ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। নির্বাচন কমিশনের কাছে জামায়াতে ইসলামী কোনো আনুকূল্য চায় না; তবে কারো প্রতি পক্ষপাত দেখানো হলে তা বরদাস্ত করা হবে না। কালো টাকার প্রভাব দিয়ে জনগণকে কেনার চেষ্টা করলে মানুষ তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।
আমীরে জামায়াত তার বক্তব্যে বলেন, পাকিস্তান আমলে বৈষম্য ও অবিচারের কারণেই স্বাধীনতার সংগ্রাম হয়েছিল। কিন্তু স্বাধীনতার পর ক্ষমতাসীনরা জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্র ও ভোটাধিকার হরণ করেছিল। রক্ষী বাহিনী গঠন, বাকশাল কায়েম এবং পরিবারতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দুঃশাসন চালানো হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, “১৫ বছরের শাসনামলে এমন কোনো জনপদ নেই যেখানে জুলুম হয়নি। জুলাই আন্দোলনে জনগণের ক্ষোভের মুখে তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।” বর্তমানে পলাতক অবস্থায় থেকেও তারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার ঘটনা প্রমাণ করে যে তরুণ ও বিপ্লবীরাই এখন অপশক্তির মূল লক্ষ্য। তবে বিপ্লবীদের সংখ্যা কমবে না, বরং আরও বাড়বে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল বলেন,“রাজপথে বিজয়ে, চলো একসাথে বাংলাদেশ গড়ি”— এই স্লোগানে জামায়াতে ইসলামী আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত।
তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার চেতনা বাস্তবায়ন না হওয়াতেই নতুন চেতনায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে এবং তরুণ সমাজকে বুলেট-বোমার ভয় উপেক্ষা করে এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এডভোকেট ড. হেলাল উদ্দিন, ডা. ফখরুদ্দিন মানিকসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
উদ্বোধনী সভা শেষে ডা. শফিকুর রহমান সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুব ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।প্রায় অর্ধলক্ষ তরুণ যুবক এতে অংশ নেন। ম্যারাথনটি সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, সায়েন্সল্যাব, মানিক মিয়া এভিনিউ রুটে অনুষ্ঠিত হয়।


















