ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার মালিকানাধীন আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর কম্পিউটার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তার পরিবারের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, ওসমান হাদিকে গুলির ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিমের সঙ্গে একটি বড় ইসলামি দলের কতিপয় নেতার সম্পৃক্ততার তথ্য পেয়েছে গোয়েন্দারা। গুলির ঘটনার পর ফয়সাল মোটরসাইকেলে প্রথমে সাভার, পরে ধামরাই যান। এরপর অন্য একটি গাড়িতে নালিতাবাড়ি এলাকায় গিয়ে সীমান্তের দিকে অগ্রসর হন। তিনি সীমান্ত পার হয়ে ভারতে গেছেন নাকি দেশে পলাতক রয়েছেন—তা যাচাই করে দেখছে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো।
এদিকে নালিতাবাড়ি সীমান্ত এলাকা থেকে সিববিয়ন ও সঞ্জয় নামে দুইজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা সীমান্ত দিয়ে লোক পারাপারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ফয়সাল করিমের মালিকানাধীন ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়া তিনি ওয়াইসিইউ টেকনোলজি লিমিটেডের মালিক, যে প্রতিষ্ঠানটি ২০১৬ সালে বেসিসের সহযোগিতা ও সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘ব্যাটল অব ৭১’ নামে একটি কম্পিউটার গেম তৈরি করেছিল।
জানা গেছে, ফয়সাল করিম মাসুদ কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য ছিলেন।
উল্লেখ্য, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে থাকা এক আততায়ী গুলি করে ওসমান হাদিকে আহত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারসহ বিভিন্ন স্থানে তার সঙ্গে ফয়সাল করিমের সাম্প্রতিক সময়ের কিছু ছবি রয়েছে। ছবিগুলোতে থাকা ব্যক্তির সঙ্গে গুলি করা আততালীর চেহারার সাদৃশ্য থাকায় ফয়সাল করিমকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে।
এ ঘটনায় গুলিবর্ষণকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিভিন্ন সূত্রে জানা যায়, ফয়সাল করিম ২০১৩ সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক এবং পরে আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তার নাম আসার পর সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক নেতার সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটিতে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিও ছিলেন ফয়সাল করিম। ওই মামলায় ৭ নভেম্বর র্যাব তাকে গ্রেপ্তার করে। তখন তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, তিনটি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।


















