শিল্প-সাহিত্য হয়ে উঠুক গণমানুষের কন্ঠস্বর ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস স্বরণে আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে ১৪ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি হেমায়েত হোসেন হিমু। সাধারণ সম্পাদক ড. আলী রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি কুশল ভৌমিক, ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকু, কথাসাহিত্যিক রাশেদ রহমান, কবি ও বাচিকশিল্পী তরুণ ইউসুফ, স ম আজাদ, যতন কুমার রায়, অধ্যাপক বাদল মাহমুদ, অধ্যাপক দেবাশীষ দেব এবং অধ্যক্ষ সেকান্দার হায়াত ৷
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন জাতীয় আবৃত্তি শিল্পী আরিফ আহমেদ , কবি রেখা আক্তার, কবি ইমাম হাসান সোহান, কবি শামছুজ্জামান জামান, কবি সাব্বির হোসাইন, হোসাইন মঈন, কবি আরিফ রহমান, সিঁথি ধর, এমরান হাসান এবং শাহ আব্দুর রশিদ। অনুষ্ঠানে আলোচকবৃন্দ শহীদ বুদ্ধিজীবী দিবস স্বরণে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের দেশব্যাপী বুদ্ধিজীবী হত্যার নির্মম ইতিহাস তুলে ধরেন। একটা জাতিকে মেধা শূন্য করতে নির্বিচারে বুদ্ধিজীবী হত্যা সভ্য পৃথিবীর কালো অধ্যায় হয়ে থাকবে বলে আলোচকবৃন্দ মনে করেন ।


















