সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার ধুবিল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাহিদ মান্নান লেনিন।
এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। আজ তিনি মারাত্মক অসুস্থ। আমরা তাঁর সুস্থতা কামনা করছি এবং খুব শিগগিরই দেশনেত্রীকে জনগণের মাঝে ফিরে পাব—এটাই প্রত্যাশা।”
তিনি আরও বলেন, বিএনপির প্রতিটি স্তরের নেতা-কর্মীরা আজ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমরা রাজপথে আছি, থাকব। কোনো দমন-পীড়ন আমাদের আন্দোলনকে থামাতে পারবে না।”
দোয়া মাহফিলে অন্যান্য বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। আমরা তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর। শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।


















