বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে হেনস্তার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে।
আজ রোববার (৭ ডিসেম্বর) দুপুরে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, এ সময় বিএনপির কয়েকজন নেতা-কর্মী ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে মিছিল করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এবি পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার বিষয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “আজকের এই উদ্বোধন অনুষ্ঠানটি পণ্ড করার চেষ্টা করা হয়েছে।
আগেও মুলাদীতে এমন ঘটনা ঘটেছে। সেতু নির্মাণে একটি চীনা কোম্পানি টেন্ডার পেয়েছে, তাদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগও রয়েছে। এই সেতু নির্মিত হলে এলাকার মানুষের উপকার হবে।” এ ঘটনার পর বিষয়টি নিয়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে এবি পার্টি। দলটির সহকারী প্রচার সম্পাদক ইসলাম আজাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিএনপি নেতা অ্যাডভোকেট জয়নাল আবেদীনের অনুসারীরা হামলার চেষ্টা ও হেনস্তা করেছেন বলে অভিযোগ রয়েছে।
এই ঘটনার প্রতিবাদে আজ বিকেল পৌনে ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এবি পার্টি।
তবে এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


















