চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হবে।
নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে-পরে করণীয় বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সোমবার বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) তফসিল রেকর্ড করার জন্য চিঠি দেওয়া হবে। যেদিন তফসিল ঘোষণা করা হবে, সেদিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, তফসিল ঘোষণার দিন থেকেই আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটের পাঁচ দিন আগে থেকে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হবে।
ভোটের দিন ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে নির্বাচন কমিশনের প্রয়োজন অনুযায়ী। এছাড়া তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন দিতে পারবে না বলেও জানান তিনি।


















