টাঙ্গাইলের থানাপাড়া ইস্টার্ন স্পোর্টিং ক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ক্লাবের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গতকাল শুক্রবার এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাওসার আকবর আরিফ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মোস্তফা মিয়া।
এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছেন আবুল ফজল।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন—
১. নজরুল ইসলাম দুলাল
২. মোঃ আকবর আলি
নতুন নেতৃত্ব ক্লাবের সাংগঠনিক উন্নয়ন, ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ এবং যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।


















