যশোরের শার্শায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে বাবু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার বেলা ২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার নাভারণ রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বাবু উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত জব্বর আলী ছেলে। বাবু মানসিক ভারসাম্যহীন দাবী তার পরিবারের।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল গামী রূপসী বাংলা চলন্ত ট্রেনের নিচে পড়ে যুবক বাবুর দেহ ভন্ডবিখন্ড হয়ে ঘটনাস্থলেই বাবু মারা যায়।
নিহত বাবুর বড় ভাই আশরাফুজ্জামান জানান, গতকাল বৃহস্পতিবার বাবু যশোরে বোনের বাড়ি বেড়াতে গিয়েছিল। শুক্রবার সকালে তার বোন মোবাইল ফোনে খবর দেয়, বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবার অনেক খুঁজাখুঁজি পর জানতে পারেন বাবুর মতো একজন যুবক নাভারণ রেল স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে বাবুর বড় ভাই আশরাফুজ্জামান নিহত বাবুর পরিচয় সনাক্ত করেন।
বেনাপোল রেলওয়ে ফাঁড়ির এএসআই রকিব হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে তিনি ট্রেনের নিচে পড়েছে তা স্পষ্ট নয়, তদন্ত চলছে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটতে পারে, এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


















