ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পাননি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। এ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মনোনয়ন পেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর) বিকেল পৌনে চারটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে তিনি টাঙ্গাইল সদরবাসীর প্রতি আবেগঘন বার্তা প্রকাশ করেন তার ভেরিফাইড ফেসবুকে।
বার্তায় তিনি বলেন, প্রিয় টাঙ্গাইল সদরবাসী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, বন্ধু এবং সহযোদ্ধা। আমার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের পথচলায় আপনারাই ছিলেন আমার সঙ্গী, অনুপ্রেরণা ও সকল শক্তির মূল উৎস। অতীতে সকল কর্মকান্ড যেমন আপনাদের সবাইকে সাথে নিয়ে আপনাদের মতামত, পরামর্শের ভিত্তিতে করেছি, ভবিষ্যতেও আপনাদের সবাইকে সাথে নিয়ে, আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শের ভিত্তিতেই করবো, ইনশাআল্লাহ।
মহান আল্লাহতালা আমাদের সকলের সহায় হোক।
বাংলাদেশ জিন্দাবাদ।


















