চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সীমান্ত ভৌমিক নামে আরও এক ভুয়া শিক্ষার্থী শনাক্ত হয়েছে। নিজেকে মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী পরিচয় দিয়ে দীর্ঘদিন ক্যাম্পাসে ঘোরাফেরা করলেও, শেষ পর্যন্ত অনুসন্ধানে সত্য উদঘাটিত হয়। এর মধ্য দিয়ে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় ভুয়া শিক্ষার্থী ধরা পড়লো বিশ্ববিদ্যালয়ে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) একদল শিক্ষার্থী প্রায় এক সপ্তাহের অনুসন্ধান শেষে সীমান্ত ভৌমিককে ভুয়া শিক্ষার্থী হিসেবে শনাক্ত করে এবং পরে তাকে প্রক্টর অফিসে হস্তান্তর করে।
অনুসন্ধান টিমে ছিলেন—ইখলাস, শাখাওয়াত হোসেন সিয়াম, আকিফ হোসেন তাশিক ও সাকিব।
ইখলাস বলেন, “সীমান্ত ভৌমিকের সাথে পরিচয় প্রায় এক বছর। সে নিজেকে মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতেন। কথাবার্তা ও আচরণে বোঝার উপায় ছিল না যে তিনি ভুয়া। সম্প্রতি কয়েকজনের অভিযোগ এবং আমার সন্দেহের ভিত্তিতে আমরা অনুসন্ধান শুরু করি।”
তিনি জানান, বিভাগের অফিসে গিয়ে খোঁজ নিয়ে দেখা যায়—সীমান্ত ভৌমিক আসলে ওই বিভাগের শিক্ষার্থী নন। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে অতীশ দীপঙ্কর হলের পেছনে নিয়ে গিয়ে কৌশলে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে আসল শিক্ষার্থী দাবি করলেও পরে চাপের মুখে স্বীকার করেন যে সে প্রকৃতপক্ষে ভুয়া।
ইখলাস আরও জানান, সীমান্ত ভৌমিকের দেওয়া তথ্যমতে বিভিন্ন দোকানপাট ও কয়েকজন শিক্ষার্থীর কাছে তার প্রায় ২০ হাজার টাকা বকেয়া রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর সাথে তার প্রেমের সম্পর্কও গড়ে উঠেছিল।


















