পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ সহকারী (FWA), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ পরিদর্শিকাদের (FWV) নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সংশ্লিষ্ট কর্মচারীরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী সরকারি হাসপাতাল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সমিতির সাধারণ সম্পাদক দীপায়ন রঞ্জন দাস, পরিবার কল্যাণ পরিদর্শক এনামুল হক মণ্ডল, পরিবার কল্যাণ সহকারী সায়দা রুহানী, মাহামুদা আক্তার ও পরিবার কল্যাণ পরিদর্শিকা সাবরিনা সুলতানা প্রমুখ। এসময় পলাশবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল কর্মচারী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ বিধি বাস্তবায়ন না হওয়ায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। বেতন বৈষম্য, পদোন্নতির সুযোগ না থাকা এবং একই পদবীতে সারাজীবন চাকরি শেষে অবসরে যাওয়ার বিষয়টি তুলে ধরে তারা দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়নের দাবি জানান।
তারা আরও বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। বর্তমান সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল কর্মচারীকে স্বস্তিতে কাজে ফিরতে সহায়তা করবে বলে তারা আশা প্রকাশ করেন।


















