বাংলাদেশ জাতীয়তাবাদী (দল) বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় যশোরের শার্শায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাগআঁচড়া হাই স্কুল মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও সাবেক সভাপতি বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, দপ্তর সম্পাদক প্রভাষক আলমগীর কবিরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা খায়রুল আলম।


















