সিরাজগঞ্জের এনায়েতপুর থানা সদরে রাষ্ট্র মেরামতের ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে সামনে রেখে বিএনপির গণসমাবেশ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতা–কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর–এনায়েতপুর) আসনের মনোনীত প্রার্থী ড. এম এ মুহিত। তিনি দলীয় ঘোষিত ৩১ দফা কর্মসূচির মূল দিকগুলো তুলে ধরে বলেন, রাষ্ট্র কাঠামোর সংস্কার, প্রশাসনিক স্বচ্ছতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার লক্ষ্যেই এ কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। এ ছাড়া তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের কৌশল, সাংগঠনিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রওশন আলী মন্টু সরকার। যৌথভাবে সঞ্চালনা করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিরাজগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক রবিউল সরকার এবং এনায়েতপুর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রেজাউল সরকার।
সমাবেশে উপস্থিত অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. বিজয় আহম্মেদ, মো. লিয়াকত হোসেন লাবু, মো. সালেহ আহমেদ জামিল, ডা. মো. ছাইদুল ইসলাম, মো. ছানোয়ার হোসেন বেপারী, মো. জহুরুল ইসলাম জুয়েল ও মো. আব্দুল খালেক শেখ।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক রওশন আলী মন্টু সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত হবে এবং দেশে কার্যকর গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে। সমাবেশকে ঘিরে এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি হয় এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।


















