ঢাকা–৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে না ফেরার পেছনে নিরাপত্তাজনিত কারণ রয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা কোতয়ালীতে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ইশরাক হোসেন বলেন, “তারেক রহমান কেবল একজন ব্যক্তি নন, তিনি দক্ষিণ এশিয়ার একজন গুরুত্বপূর্ণ নেতৃত্বে পরিণত হয়েছেন। হাসিনা দেশকে যে অবস্থায় রেখে গেছে সেখান থেকে দেশকে এগিয়ে নিতে হলে তারেক রহমানের মতো নেতৃত্বই প্রয়োজন।”
তিনি জানান, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কাজ করছে।
ইশরাক আরও অভিযোগ করেন, “হাসিনার পলাতক দোসররা তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করছে।”
এসময় দেশের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত স্পর্শকাতর বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি বিভাজন সৃষ্টির চেষ্টা করলে তার পরিণতি “ভালো হবে না” বলে হুঁশিয়ারি দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।


















