সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার আংশিক) আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী তালিকা পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি নির্বাহী সদস্য ও মনোনয়ন প্রত্যাশী রাহিদ মান্নান লেনিনের সমর্থকরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড চত্বরে ঘুড়কা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরকার এবং সঞ্চালনা করেন ঘুড়কা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হান্নান চৌধুরী।
বক্তারা অভিযোগ করেন, ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় তৃণমূলের মতামতের সঠিক প্রতিফলন ঘটেনি। দীর্ঘদিন দলের জন্য পরিশ্রম করা নেতাদের মূল্যায়ন তালিকায় পাওয়া যায়নি। তাদের মতে, দলের দুঃসময়ে পাশে থাকা নেতা রাহিদ মান্নান লেনিনকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি, যা তৃণমূলে হতাশা সৃষ্টি করেছে।
বক্তারা আরও বলেন, সঠিক প্রার্থী মনোনয়ন না হলে মাঠপর্যায়ের কার্যক্রম দুর্বল হবে এবং নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি তৈরি হবে। তাই তারা কেন্দ্রীয় নেতৃত্বকে তৃণমূলের দাবির প্রতি সম্মান দেখিয়ে প্রার্থী তালিকা পুনর্বিবেচনার আহ্বান জানান। বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


















