হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বাংলা বাজার বেগম জাহানারা প্রি ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়বক্তব্য প্রদান করা হয়।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা শিক্ষার্থীদের আগামীর শিক্ষা জীবনে সাফল্য, দেশপ্রেম ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য আন্তরিক শুভকামনা জানান।
মাস্টার নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন,পঞ্চম শ্রেণী আমাদের স্কুলের একটি গুরুত্বপূর্ণ স্তর। এখান থেকে শিশুরা প্রাথমিক জীবনের পাঠ সম্পন্ন করে নতুন অধ্যায়ে প্রবেশ করে। আমরা চাই তারা যেন ভবিষ্যতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের জন্য উপযোগী নাগরিক হিসেবে গড়ে ওঠে।
আমাদের শিক্ষকরা সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন, যেন প্রতিটি শিক্ষার্থী নৈতিকতা, মানবতা ও জ্ঞানে সমৃদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে পারে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা জিতু মিয়া।
শিক্ষক জাকারিয়া আহমেদ এর সঞ্চালনায় আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ ফরিদুল ইসলাম, অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন নবীগঞ্জ উপজেলা কমিটি র উপদেষ্টা ও শিক্ষানুরাগী আবুল কালাম মিঠু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সারওয়ার শিকদার, জাতীয় দৈনিক দেশের কন্ঠ পত্রিকার নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিন, বাংলা বাজার পরিচালনা কমিটি ও জামে মসজিদের কোষাধ্যক্ষ হাজি লুৎফুর রহমান, স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন নবীগঞ্জ উপজেলা কমিটি র সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া প্রমুখ।
মিলাদ মাহফিল শেষে প্রধান শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও শিক্ষাঙ্গনের সার্বিক অগ্রগতি কামনা করে দোয়া করা হয়।
মিলাদ শেষে শিরনী বিতরণ ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















