সিরাজগঞ্জের এনায়েতপুর থানা ছাত্রদলের আওতাধীন ১ নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের ২ ও ৫ নং ওয়ার্ডে সদস্য নবায়ন ফর্ম বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
স্থানীয় ছাত্রসমাজকে সাংগঠনিকভাবে আরও সুদৃঢ় করা, নতুন নেতৃত্ব তৈরি এবং তৃণমূলকে সক্রিয় করার লক্ষ্যে এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য মো. শামীম খান হ্রদয়। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলই ভবিষ্যতের অগ্রণী বাহিনী। সংগঠনকে শক্তিশালী করা সময়ের দাবি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি মো. কামরুল হাসান সোহাগ, ১ নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মীর মো. আকিব হোসাইন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আবু তালেব মোল্লা, খামার গ্রাম ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাহিন রেজা বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। নেতৃবৃন্দ জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম ছাত্রদলকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে নতুন ও পুরাতন নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ছাত্রদল সূত্রে জানা গেছে, ইউনিয়নের সব ওয়ার্ডে ধাপে ধাপে সদস্য নবায়ন কার্যক্রম চলবে এবং প্রক্রিয়া শেষে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।


















