সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও জামতৈল হাজি কোরোপ আলী কলেজের প্রভাষক রাশেদুল ইসলাম রাশেদ (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া গ্রামের আবু তাহেরের ছেলে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে জামতৈল বাজার এলাকা থেকে তাকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, পারিবারিক আদালতের একটি মামলায় রাশেদুল ইসলামকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত রাশেদকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।


















