মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে পাঠানো চিঠির এখনো কোনো জবাব পায়নি বাংলাদেশ।
বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, “নোট ভারবালের মাধ্যমে আমাদের মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। কোনো উত্তর এখনো আসেনি। এত দ্রুত উত্তর আসবে বলেও আমরা আশা করি না।”
এক সাংবাদিক প্রশ্ন করেন— কেন দ্রুত উত্তর আশা করছেন না? জবাবে উপদেষ্টা বলেন, “আগের চিঠিরও উত্তর পাইনি। সুতরাং এটির জবাব এক-দুই দিনের মধ্যে পাওয়া যাবে বলে মনে করি না। তবে আমরা আশা করি— উত্তরে তারা অবশ্যই জানাবে।”
চিঠিতে কী উল্লেখ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন,“যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাই তাকে যেন বাংলাদেশে ফেরত পাঠানো হয়— সেটিই মূল অনুরোধ।”
গত বছরের জুলাইয়ের হত্যাকাণ্ড সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে ১৭ নভেম্বর শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠায় ঢাকা। এর আগেও গত বছরের ডিসেম্বরে একই অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ, যার জবাবও দেয়নি ভারত।
নির্বাচনে ভারতীয় পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। কেউ আসতে চাইলে কমিশন অনুমতি দিলে আসবে। আমরা কোনো সহায়তা করবো না— যদি না নির্বাচন কমিশন নির্দেশ দেয়।”


















