‘যুগল শাড়ি’ বিতর্কের রেশ না কাটতেই নতুন অভিযোগে নাম জড়িয়েছে অভিনেত্রী তানজিন তিশা–কে। ভারতের কলকাতা থেকে নির্মিতব্য সিনেমা ‘ভালোবাসার মরশুম’–এর প্রযোজক পরিচয়ে শরীফ খান দাবি করেছেন, তিশা তার প্রায় সাড়ে চার লাখ টাকা আত্মসাৎ করেছেন।
শরীফ খানের অভিযোগ, তিশাকে ছবির জন্য চুক্তিবদ্ধ করার পর অগ্রিম টাকা দেয়া হলেও তিনি কাজ না করে টাকাটি ফেরত দিচ্ছেন না।
গণমাধ্যমে ছড়িয়ে পড়া এসব অভিযোগের পর তানজিন তিশা জানান, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বরং উল্টোভাবে ওই ব্যক্তির আচরণই ছিল অস্বস্তিকর ও অপেশাদার।
তিনি বলেন,“চুক্তির সময় আমাকে এক–তৃতীয়াংশ টাকা দেওয়া হয়েছিল। শুটিংয়ের ভিসা পাওয়ার অপেক্ষায় দেড় মাস অন্য কাজ করি নাই। চুক্তিতে স্পষ্ট লেখা আছে—শুটিং বাতিল হলে অগ্রিম অর্থ ফেরতযোগ্য নয়।”
“শরীফ নামে ব্যক্তি প্রায়ই গভীর রাতে ফোন করে কথা বলতে চাইতেন। এত রাতে কথা বলার প্রশ্নই আসে না। দিনের বেলায় যোগাযোগের চেষ্টা করলেও তিনি এড়িয়ে যেতেন।”উনি আদৌ এই ছবির প্রকৃত প্রযোজক কিনা—এরও কোনো প্রমাণ নেই।”
তিশা আরও জানান, এর বেশি কিছু বলতে হলে তার আইনজীবীই বলবেন।
তিশার আইনজীবী জসীম উদ্দিন অভিযোগ পুরোপুরি নাকচ করে বলেন, “চুক্তি অনুযায়ী তিশা শুটিংয়ের পুরো শিডিউল ধরে রেখেছিলেন এবং কাজের জন্য প্রস্তুত ছিলেন। “পরিচালক ও প্রযোজক পক্ষ ভিসা ও শুটিংয়ের প্রস্তুতি নিশ্চিত করতে ব্যর্থ হন। চুক্তির ভাষ্যমতে এটি পরিচালকের ডিফল্ট।শিডিউল নষ্ট হওয়ায় বরং তিশাই ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এই ছবির মাধ্যমেই ভারতীয় বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তানজিন তিশার। তবে শুটিং বাতিল হওয়ায় সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি। এদিকে তানজিন তিশা সম্প্রতি শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করেছেন। আগামী ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।


















