পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া গ্রামীণ ব্যাংক শাখার ডিজিটাল সাইনবোর্ডে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার (২৩ নভেম্বর) গভীর রাতে পেট্রোল ঢেলে এ আগুন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়—দুর্বৃত্তরা ব্যাংকের সাইনবোর্ডে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। মুহূর্তেই আগুন পুরো সাইনবোর্ডে ছড়িয়ে পড়ে এবং পুড়ে যায়। এসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান শোনা যায়।
ওসি আনিসুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাংকের প্রাচীরের ওপর স্থাপিত ডিজিটাল সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে। সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কেউ এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আনুমানিক রাত দুইটার দিকে ঘটনাটি ঘটেছে।”
তিনি আরও জানান, এখনো ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ নিজ উদ্যোগেই বিষয়টি তদন্ত করছে।


















