আশুলিয়ায় কাঠগড়া পালোয়ানপাড়া এলাকা থেকে ইয়াবাসহ মোঃ শহীদুল্লাহ (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার (২৩ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।
এর আগে শনিবার বিকেল পৌণে ৩টার দিকে আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সে, কক্সবাজার জেলার টেকনাফ থানার বড় ডেইল নোয়াখালীপাড়া এলাকার আব্দুস ছবুরের ছেলে মোঃ শহীদুল্লাহ।
থানা পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়া এলাকা কতিপয় মাদক কারবারি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ শহীদুল্লাহ (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে তাকে আদালতে পাঠানো হবে। সেই সাথে মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


















