চট্টগ্রাম নগরের চকবাজার থানার ব্যারাকের বাথরুম থেকে মো. অহিদুর রহমান (এএসআই) নামে এক সহকারী উপ-পরিদর্শকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার (২৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি দুপুরে নিশ্চিত করেন চকবাজার জোনের সহকারী কমিশনার (এসি) তারিকুল ইসলাম।
সহকর্মীরা জানান, সকালে ডিউটিতে যোগ না দেওয়ায় তাকে খুঁজতে গিয়ে ব্যারাকের বাথরুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে থানার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে।
চকবাজার জোনের সহকারী কমিশনার (এসি) তারিকুল ইসলাম বলেন, “আজকে সকালে একজন এএসআই আত্মহত্যা করেছে বলে জেনেছি। তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে আমি ছুটিতে থাকায় এর বেশি তথ্য দিতে পারছি না।”

















