গণঅভ্যুত্থানের শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের প্রায় ২,৫০০ নতুন এমআইএস (MIS) অন্তর্ভুক্তি ও গেজেট প্রকাশ নিয়ে দীর্ঘসূত্রতা ও গড়িমসির অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে। বিভিন্ন মন্ত্রণালয় ঘুরেও এখনও তাদের এমআইএস অন্তর্ভুক্তি বা গেজেট প্রকাশে কোনো বাস্তব অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এমআইএস সফটওয়্যার বন্ধ থাকায় তালিকাভুক্ত হতে পারেননি এসব যোদ্ধা। তারা দাবির জন্য কয়েক মাস ধরে শাহবাগ, সচিবালয় ও প্রশাসনিক দপ্তরে বিক্ষোভ, মানববন্ধন ও বৈঠকের মাধ্যমে চাপ সৃষ্টি করছেন।
অগ্রগতি ও প্রতিশ্রুতির অভাব:
• ২৮ মে, ২২ জুন, ৩১ জুলাই ও ১২ আগস্ট ২০২৫: আন্দোলন ও মানববন্ধন; প্রতিশ্রুতি দিলেও কার্যক্রম স্থবির।
• ৮ অক্টোবর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ডিজিকে ১৫ নভেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্দেশ; বাস্তবায়ন হয়নি।
• জেলা প্রশাসনের রি-ভেরিফাই প্রক্রিয়াও দেরিতে হওয়ায় তালিকা অন্তর্ভুক্তি বিলম্বিত।
যোদ্ধাদের সংকট: শহীদ পরিবাররা একমাত্র উপার্জন হারিয়ে চরম কষ্টে দিনযাপন করছেন। আহত জুলাই যোদ্ধারা এমআইএস বঞ্চনার কারণে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত; অনেকে চিকিৎসার ব্যয় বহন করতে পারছেন না।
সাম্প্রতিক উদ্যোগ ও প্রতিবাদ: ১৬ নভেম্বর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবের সাথে বৈঠক হলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। ৬৪ জেলার শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা সরকারের উদাসীন আচরণ চললে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন এবং ২–৩ দিনের মধ্যে এমআইএস গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন।


















