পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের শিক্ষাগত যোগ্যতা পরিবর্তনসহ নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে ঢাকায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচীতে সারাদেশ থেকে প্রায় ১০ হাজার মাঠ কর্মী অংশগ্রহণ করেন।
লক্ষ্মীপুর জেলার পরিবার পরিকল্পনার মাঠ কর্মীরা বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকলেও তাদের কোনো নিয়োগবিধি নেই। পদোন্নতির অভাবে একই বেতনে চাকরি শেষ করতে হয়, অন্য কর্মকর্তা পদোন্নতি ও উচ্চ বেতনস্কেল ভোগ করছেন।
মানববন্ধনে উপস্থিত লক্ষ্মীপুরের পরিবার পরিকল্পনা পরিদর্শক ইকবাল হোসেন টিটু বলেন,“নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অধিদপ্তরের সকল নিয়োগ ও পদোন্নতি বন্ধ রাখতে হবে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচী পালন করছি, তবে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচীর দিকে অগ্রসর হব।”
অন্যান্য পরিবার কল্যাণ সহকারীরা জানান, বৈষম্যহীন বাংলায় বৈষম্যের কোনও স্থান নেই। দ্রুত নিয়োগবিধি বাস্তবায়ন না হলে মাঠ পর্যায়ের সেবা ও রিপোর্ট বন্ধসহ কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
উল্লেখ্য, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সহকারীরা গ্রাম থেকে শহর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ, গর্ভবতী মায়েদের সেবা, কিশোর-কিশোরী সেবা, প্রসব পরবর্তী সেবা, শিশুদের টিকাদান এবং সরকারি অন্যান্য সেবা প্রদান করেন।


















