সিরাজগঞ্জে নৌযান থামিয়ে চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্যসহ ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু গণমাধ্যম ‘সমন্বয়ক’ ট্যাগ ব্যবহার করে ছাত্রদের নাম খারাপ করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. সজীব সরকার ও যুগ্ম আহ্বায়ক মো. মারুফ সরকার নাঈম জানিয়েছেন—আটক হওয়া আল-আমিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নন। তিনি সংগঠনের কোনো পদ বা দায়িত্বেও নেই।
তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে জনপ্রিয় গণমাধ্যমগুলোর দায়িত্বশীলতার প্রত্যাশা থাকলেও যমুনা টিভি এ ঘটনায় ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে, যা হতাশাজনক। যমুনা টিভিসহ সকল গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ, স্বাধীন ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখা। একই সঙ্গে তারা বিভ্রান্তিকর নিউজ কার্ডেরও বিরোধিতা করেছে।


















