সাভারে এক তরুণীকে বিদেশে নেওয়ার কথা বলে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের হলে দেলোয়ার হোসেন দেলু (৩৫) নামের এক বখাটেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সাভারের রাজাঘাট এলাকায় নিজ বাড়িতে গণধর্ষণের শিকার হন ওই তরুণী।
শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম।
গ্রেপ্তার সে, ঢাকা জেলার সাভার মডেল থানাধীন দক্ষিণ রাজাসন এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে মো. দোলোয়ার হোসেন দেলু। তবে পলাতক অন্তত চৌধুরীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় সাভারের রাজাঘাট এলাকায় এক এনজিও কর্মী তরুণীকে (২২) বিদেশে নেওয়ার কথা বলে তার বাসায় গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় দেলোয়ার হোসেন দেলু ও অন্তর চৌধুরী নামের দুই বখাটে। পরে ওই তরুণী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিলে রাতেই মামলা দায়ের হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম সবুজ বলেন, তরুণীকে ধর্ষণের মামলায় শনিবার সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে আসামী দেলোয়ার হোসেন দেলুকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।


















