বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, সামনে জাতীয় নির্বাচন ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা আতঙ্কে রয়েছে। তারা বুঝে ফেলেছে—বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিপুলভাবে বিএনপিকে বিজয়ী করবে। এজন্য নির্বাচন ঠেকাতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা।
তিনি বলেন, “একদল বলছে নভেম্বরে গণভোট চাই। কিন্তু সাধারণ নির্বাচনের আগে গণভোট হতে পারে না। আগে সংসদ নির্বাচন হবে, এরপর জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা ও ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন হবে, তারপরই গণভোট হতে পারে। এখন আপনারা কোন ভোট চাইছেন, উদ্দেশ্য কী? আপনাদের উদ্দেশ্য ভালো নয়, এটা স্পষ্ট।
তিনি আরও বলেন, “একদল বলছে, জুলাই সনদ বাস্তবায়ন না হলে তারা নির্বাচন হতে দেবে না। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের জন্য তো সংসদ দরকার, আর সংসদ গঠনের জন্য নির্বাচন লাগবে। নির্বাচন ছাড়া সংসদ হবে কীভাবে?” বৃহস্পতিবার বিকেলে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সখীপুর উপজেলা ও পৌর যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব নাসির উদ্দিন সঞ্চালনা করেন। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ মাস্টার, টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সবুর রেজা প্রমুখ।


















