জাতীয় গ্রন্থ কেন্দ্র কতৃক আয়োজিত জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম ২০২৫ অনুষ্ঠানে বই পাঠ উত্তর প্রতিক্রিয়া লিখন পর্যালোচনা ও বই বিতরণ এবং পাঠাগারে বই পাঠ ও সাহিত্য বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও টাউন হলের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভালো মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই। সাধারণত আমাদের দেশে আমরা বই পড়াতে খুব একটা চর্চা করতে আগ্রহী না। লক্ষীপুর জেলার এ পাবলিক লাইব্রেরীটি অনেক পুরাতন একটি পাবলিক লাইব্রেরি এই পাবলিক লাইব্রেরীটি বই পড়ায় আগ্রহ বাড়াতে এবং সমাজ উন্নয়নের ক্ষেত্রে যেভাবে সহযোগিতা করছে তা একটি গুরুত্বপূর্ণ দিক। অনুষ্ঠানে লক্ষ্মীপুরের স্কুল এবং কলেজ সহ মোট ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান কুইজ ও বই পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
লক্ষ্মীপুর টাউন হলের সাংস্কৃতিক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন পাঠান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ হেলাল উদ্দিন মাহমুদ, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হারুনুর রশিদ বাবুল এবং টাউন হলের ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুরর রশিদ মাস্টার প্রমুখ।


















