আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মেজর অব মনজুর কাদেরের নির্বাচনী প্রচারণায় মতবিনিময় সভা আয়োজন করেছে চৌহালী উপজেলা বিএনপি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো: ইউনুস শিকদার, মো: ওমর ফারুক, এনায়েতপুর থানা যুবদলের নেতৃবৃন্দসহ উপজেলার সকল সহযোগী সংগঠনের নেতারা। স্থানীয় সকল শ্রেণি-পেশার মানুষও সভায় অংশগ্রহণ করেন।
মো: ইউনুস শিকদার সভায় বলেন, “মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে।” তিনি মেজর অব মনজুর কাদেরকে চৌহালীর উন্নয়নের জন্য একমাত্র বিকল্প হিসেবে উল্লেখ করেন।
উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করতে সিরাজগঞ্জ-৫ আসনে মেজর অব মনজুর কাদেরকে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে—এই প্রত্যয় নিয়ে সভাটি সমাপ্ত হয়।


















