টাঙ্গাইলের ধনবাড়ীতে গৃহহীন অসহায় বৃদ্ধা রাবেয়া বেগমের পাশে দাঁড়ালেন টাঙ্গাইল-১ আসনের জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ধনবাড়ী পৌরসভার রূপশান্তি এলাকায় রাবেয়া বেগমের ভাঙা ঘর দেখতে গিয়ে তিনি নিজে উপস্থিত থেকে নতুন ঘর নির্মাণের কাজ শুরু করেন। সঙ্গে ছিলেন ঘর তৈরির সরঞ্জাম ও শ্রমিকরা।
নতুন গৃহ পেয়ে খুশিতে চোখে আনন্দাশ্রু ঝরল বৃদ্ধা রাবেয়া বেগমের। তিনি বলেন, “আমার থাকার মতো ভালো কোনো ঘর ছিল না। স্বামী-সন্তানহীন এই বয়সে খুব কষ্টে দিন কাটাই। ঘর ভেঙে পড়েছে, বৃষ্টি হলে পানিতে ভিজে যাই, কুকুর-বিড়াল ঢুকে পড়ে।
কর্নেল আজাদ আমার কষ্ট বুঝে নতুন ঘর করে দিচ্ছেন—এটা আমার কল্পনাতেও ছিল না। এখন আমি নিশ্চিন্তে থাকতে পারব। আমি তাঁর জন্য দোয়া করি, যেন আরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। আল্লাহ উনার মঙ্গল করুন।”
এ সময় কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ এলাকার আরও বেশ কয়েকটি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এলাকার সাধারণ মানুষ এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, কর্নেল আজাদ সবসময় সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার খবর রাখেন এবং বিপদে-আপদে পাশে দাঁড়ান।


















