মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা “জুলাই বন্ধন” কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি উপস্থাপন করেছেন—
১. রিটার্নিং বোর্ড গঠনের চূড়ান্ত তারিখ ঘোষণা,
২. নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ,
৩. ভোট গ্রহণের তারিখ প্রকাশ।
পরিসংখ্যান বিভাগের ছাত্র কাশিফ আহমাদ বলেন, “নিশ্চয়ই জুলাই বন্ধন কর্মসূচী একটি সাইকোলজিক্যাল সহিংস আন্দোলন। এটি সম্পূর্ণ বিশৃঙ্খলাহীন এবং তাৎপর্যপূর্ণ হবে ইনশাআল্লাহ। ছাত্র সংসদ কালক্ষেপন সরাসরি জুলাইয়ের দাবির সাথে প্রতারণা।
তাই আমরা প্রশাসনিক ভবনের দুই প্রবেশদ্বার লাল কাপড় দিয়ে বন্ধনী তৈরি করেছি।
যতক্ষণ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে না, ততক্ষণ বিশ্ববিদ্যালয়ের তিনটি নির্বাহী পোস্ট—ভিসি, প্রো ভিসি ও ট্রেজারারের—চলাচল সীমিত থাকবে। এছাড়া শিক্ষার্থীদের বাস এবং অ্যাম্বুলেন্স ছাড়া সকল প্রশাসনিক গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।”
সিপিএস বিভাগের ছাত্র মো.আক্তারুজ্জামান সাজু বলেন, “আমরা জুলাই স্পিরিটের স্মারক লাল কাপড় দিয়ে প্রশাসনিক ভবনের প্রবেশদ্বার বন্ধ করেছি। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের কাজের জন্য যাতায়াত করতে পারবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রশাসন বের হতে পারবে না, যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে। প্রশাসন যদি এই বন্ধন ভাঙে, তাহলে তাঁদের সাথে জুলাই ও শিক্ষার্থীদের বন্ধনও ছিন্ন হবে।”
শিক্ষার্থীরা “জুলাইয়ের ইসতেহার, মাকসু আমার অধিকার” স্লোগান দিয়ে দাবি করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবে।
উল্লেখ্য, এই কর্মসূচির আয়োজন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
















