জাতীয় পর্যায়ে মহাসমারোহে পালিত হয়েছে বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস ২০২৫।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক।
তিনি বলেন, “লালন সাঁই কেবল একজন সাধক বা গায়কই নন, তিনি ছিলেন মানবধর্মের এক মহান দার্শনিক। তাঁর দর্শন আজও মানবপ্রেম, সাম্য ও সহাবস্থানের শিক্ষা দেয়।”
আলোচনা সভায় বক্তারা লালন সাঁইয়ের জীবন, দর্শন ও মানবতাবাদী চিন্তার গুরুত্ব তুলে ধরেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন লালনগীতি ও বাউল সংগীত।
জেলা প্রশাসনের আয়োজনে ও টাঙ্গাইল শিল্পকলা একাডেমির সহযোগিতায় লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস পালিত হলো। লালন ভক্ত, সংস্কৃতিকর্মী ও সাধারণ দর্শনার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় এক আধ্যাত্মিক আবেশে।


















