সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বেলকুচি উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে “বাংলাদেশ কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা ২০২৪”-এ বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের অধীন ১৬টি বিদ্যালয়ের মোট ২৯৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩ জন, প্রথম গ্রেডে ৫৬ জন এবং সাধারণ গ্রেডে ২৩৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চার্টার্ড একাউন্টেন্ট মো. সেলিম রেজা লিটন। বিশেষ অতিথি ছিলেন বেলকুচির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ গোলাম কিবরিয়া বাবু সরকার এবং সোহাগপুর মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. রাতুল ভূঁইয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. ইস্কান্দার আলী হাওলাদার এবং বিশেষ আলোচক ছিলেন বেলকুচি শাখার সভাপতি মো. আবুল হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেলকুচি শাখার সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি নিজের শিক্ষাজীবনের দারিদ্র্যপীড়িত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, “দারিদ্র্য কখনো শিক্ষার পথে বাধা হতে পারে না।” তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, যেন অর্থনৈতিক কষ্টের কারণে কোনো সন্তানের শিক্ষা ব্যাহত না হয়।


















