ঢাকার মিরপুরে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার হওয়া নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের অধিকাংশের মরদেহ এতটাই পুড়ে গেছে যে, তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এখনও বহু শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ স্বজনদের সন্ধানে পুড়ে যাওয়া কারখানার সামনে ভিড় করেছেন শ্রমিকদের পরিবার।
কেউ হাতে নিখোঁজ প্রিয়জনের ছবি ধরে আহাজারি করছেন, কেউ আবার কান্নায় ভেঙে পড়েছেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পোশাক কারখানার পাশাপাশি পাশের একটি রাসায়নিক গুদামেও আগুন লাগে। সেখানে বিস্ফোরণের পর বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়লে পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা শ্রমিকরা অজ্ঞান হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। এতে প্রাণহানির সংখ্যা বেড়ে যায়।
অন্যদিকে, কারখানার ভবনের ছাদের দরজা তালাবদ্ধ থাকায় শ্রমিকেরা উপরে উঠতে পারেননি। এতে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
রাত নয়টা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যে জানা যায়, রাসায়নিক গুদামের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট সেখানে এখনও তল্লাশি ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


















