বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায়ে সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকরা।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লংমার্চ শুরু হয়।
এর আগে শিক্ষা উপদেষ্টার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানায় তারা সচিবালয় অভিমুখে লংমার্চে নামেন।
শিক্ষক নেতারা জানান, কোনো আলোচনার আর সুযোগ নেই—এখন কেবল প্রজ্ঞাপন চায় তারা।
তাদের তিন দফা দাবি হলো—
১️⃣ মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়িভাতা প্রদান,
২️⃣ শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকায় উন্নীত করা,
৩️⃣ কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো শিক্ষক-কর্মচারীর উপস্থিতিতে দাবিগুলো বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।